অদ্য ২০ মার্চ ২০২০ তারিখ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার মিজ মৌসুমি মাহবুব বিয়ানীবাজার উপজেলায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম রাখার অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। তাছাড়া সকল ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করা হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্বাভাবিক রয়েছে এবং গুজবে কান না দেয়ার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান। যদি কোন অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছে বেশি দামে পণ্য বিক্রি করে তাহলে রশিদ সংগ্রহপূর্বক উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দাখিল করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS